র্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ ‘মস্তিষ্কে রক্তক্ষরণ’ বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করেছেন চিকিৎসকরা। রোববার বিকালে রাজশাহীর রাজপাড়া থানায় প্রতিবেদনটি পাঠান রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিন। জেসমিনের মৃত্যুর পর ২৫ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কফিল উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত করে। খবর বিডিনিউজের।
কফিল উদ্দিন বলেন, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুলতানার মৃত্যু হয়েছে। তার মাথার এক জায়গায় ও হাতে যে আঘাত পাওয়া গেছে সে আঘাত মৃত্যু হওয়ার মত নয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। র্যাব বলছে, তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। গত ২৪ মার্চ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জেসমিন। তবে স্বজনদের অভিযোগ, র্যাব হেফাজতে নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে।