জেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া : মার্কো রুবিও

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল যা ঘটেছে তারজন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া, এমনটাই মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদ মাধ্যমকে রুবিও বলেছেন, ভ্লাদিমির জেলেনস্কির উচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া। খবর বাংলানিউজের।

পাশাপাশি, তিনি প্রশ্ন তুলেছেন জেলেনস্কি সত্যিই শান্তি চান কি না, বিশেষ করে তাদের আলোচনার ব্যর্থ সমাপ্তির পর। ওভাল অফিসের বৈঠক ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর, ট্রাম্প ও ভাইসপ্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আক্রমণাত্মক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে রুবিও সেসব এড়িয়ে গিয়ে বরং ইঙ্গিত দেন যে মূল সমস্যার সৃষ্টি হয়েছে জেলেনস্কির আচরণের কারণে এবং তারই উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া। রুবিও বলেন, আপনারা সবাই কেবল শেষ মুহূর্তের নাটকীয় ঘটনাগুলো দেখেছেন, কিন্তু আসল পরিস্থিতি বুঝতে হলে এর আগের ঘটনাগুলোও দেখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসুরধারার পঞ্চকবির গানে মুখর টিআইসি
পরবর্তী নিবন্ধতুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছে কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি