নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে কোহিনূর বেগম মুন্নি নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুন্নির স্বামী খোকনও পুলিশের তালিকাভুক্ত একজন মাদক বিক্রেতা বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মুন্নিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। মুন্নি ঈদের আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। ঈদের পর জামিনে বেরিয়ে আবার মাদক বিক্রিতে নেমে পড়ে। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। এলাকায় তারা মাদক দম্পতি হিসেবেই পরিচিত। দুইজনেই জেল খেটেছে ৩ বার করে।