জেলার প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ

উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। গতকাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণদের সম্পৃক্ত রেখে বর্ষব্যাপী তারুণ্যের উৎসব কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি দপ্তরকে ক্যালেন্ডার তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। আগামী ১২ অক্টোবর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে সবাইকে অবহিত করা হয়। পাশাপাশি, সামপ্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানোর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন ও স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম আলোচনা করা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সভায় ঋণ আদায়, কৃষকদের উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সমপ্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ, যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধমায়ের কোলে শিশুটি যে কারণে মারা গেল
পরবর্তী নিবন্ধদায়িত্ব নেয়ার পর জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ কাজ শেষ করেছি, বাকি কাজও দ্রুত সম্পন্ন হবে