জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা

| সোমবার , ২১ জুন, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির এক সভা গত ১৮ জুন একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর কবির। সভার শুরুতে করোনা ভাইরাস জনিত কারণে যে সকল সাংস্কৃতিক গুনীজন মৃত্যুবরণ করেন তাদের শ্রদ্ধা জানানো হয়।সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রেরিত করোনা জনিত উদ্ভূত পরিস্থীতিতে সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল রাখার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা ও উপজেলা পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা সাংস্কৃতিক উৎসব, জঙ্গিবাদ মাদকাসক্তের বিরুদ্ধে অনুষ্ঠান, আর্ট এগেইনস্ট করোনা শীর্ষক অনুষ্ঠান, ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক অনুষ্ঠান, তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে সম্পন্ন করার জন্য কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু সভায় উত্থাপন করেন। সভায় করোনা পরিস্থিতি জনিত কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান সমূহ শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কালাচরাল অফিসার মো. মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক মঈন উদ্দীন কোহেল, হাসান জাহাঙ্গীর, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু, কাবেরী সেনগুপ্তা, অঞ্চল চৌধুরী, চৌধুরী ফরিদ, কংকন দাশ, বাপ্পা চৌধুরী ও সাইদুল ইসলাম।
এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহ যথাযথভাবে আয়োজন করা হবে এবং চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কর্মী, সংগঠন সমুহকে পর্যায়ক্রমে আর্থিক প্রণোদনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম কাযনির্বাহী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধদেব দাশগুপ্ত : চলচ্চিত্রের কবি
পরবর্তী নিবন্ধআদালত ভবন পরিদর্শনে সিআইইউর স্কুল অব ল’র শিক্ষার্থীরা