জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামীকাল ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজনের ১ম দিন রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির ‘অনিরুদ্ধ মুক্ত মঞ্চে’ চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে দেশের গান, লোক গান, নৃত্য, তবলা লহড়া কথামালা ও আবৃত্তি। ২য় দিন সোমবার সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বৈশাখী আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হবে। বর্ষবরণ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় থাকবে দেশের গান, লোক গান, নৃত্য, কথামালা ও আবৃত্তি এবং বাঙালির ঐতিহ্য ও দেশীয় খাবার। ৩য় দিন মঙ্গলবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে বাউল গানের আসর ‘বৈশাখী সাধুমেলা’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভেসে উঠলো সাম্পান মাঝির মরদেহ
পরবর্তী নিবন্ধগণ অধিকার চর্চা কেন্দ্রের প্রতিনিধি সভা আজ