জেলা প্রশাসনের তিন কর্মকর্তা কর্মচারীকে বদলি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

দুর্নীতি সংক্রান্ত নানা অভিযোগ উঠার পর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নাজিরসহ তিন কর্মকর্তাকর্মচারীকে বদলি করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদের এ বদলি করা হয়। বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন জেলা প্রশাসনের আরএম শাখার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (সার্টিফিকেট শাখায় বদলির আদেশাধীন) স্বপন কুমার দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

অফিস আদেশ অনুযায়ী, স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মোহাম্মদ জামাল উদ্দিনকে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আদেশে আগামী ৯ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা

পূর্ববর্তী নিবন্ধফাইনালে রোমাঞ্চকর লড়াই,শিরোপা জিতল ভারত
পরবর্তী নিবন্ধএফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ