জেলা প্রশাসন আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে এডিসি জেনারেল দল চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের ১৬৫ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। চিংহ্লা মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় এডিসি জেনারেল দল ৩১ গোলে এডিসি শিক্ষা ও আইসিটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরানুল হক ভুঁইয়া, সিনিয়র সহকারি কমিশনার মো. ইয়াসিনসহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ বলেন, ১৮৬০ সালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ১৬৫ বছর ধরে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। ১৬৫ বছর পূর্তিতে এই জেলায় দায়িত্ব পালন করতে পারা গর্বের ও আনন্দের। আর এই আনন্দকে স্মরনীয় ও বরণীয় করে রাখতে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। এর মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারির মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় ও প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর লক্ষ্যে দলগুলোর সাথে মতবিনিময় সভা আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা ১০ আগস্ট শুরু