গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার করোনায় সেবা কার্যক্রম নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। করোনাকালে গাউসিয়া কমিটি চট্টগ্রামে ১৬৫১ এবং সারাদেশে ২০৪৬ জন মৃতের লাশ কাফন-দাফন, ২৫ জন হিন্দু ও ৩জন বৌদ্ধের সৎকারসহ সামগ্রিক রোগী সেবা বিষয়ে বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন-মাওলানা আবদুল্লাহ, এরশাদ খতিবী প্রমুখ। সাক্ষাতে জেলা প্রশাসককে গাউসিয়া কমিটির চলমান মহামারি করোনা সেবা কার্যক্রমের উপর লিখিত প্রতিবেদন হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসক করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে বিপন্ন মানবতার সেবায় নিবেদিত থাকায় গাউসিয়া কমিটির কর্মীদের যুগান্তকারী ভূমিকার প্রশংসা করে সেবা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।