আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সার্কিট হাউজে জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সাক্ষাতে মিলিত হন।
মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পদাধিকার বলে জেলা প্রশাসক আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামকে সাফ কবলা দলিল মূলে কিছু শর্ত সাপেক্ষে ২১, এম এম রোডস্থ বাড়িটি প্রদান করেন। বিশেষ বিবেচনায় এই শর্ত শিথিল করার জন্য সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে জেলা প্রশাসককে একটি পত্র পদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহা. ওসমান গণি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সধারণ সম্পাদক জাহিদুল করিম কচি ও সহকারী পরিচালক মো. সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।