জেলা পর্যায়ে স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া শুরু আজ

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

সাইক্লিং ও ক্রিকেট প্রতিযোগিতার মধ্যদিয়ে আজ বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের পঞ্চাশতম শীতকালীন ক্রীড়া আসর। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায় শুরু হবে এই প্রতিযোগিতা। এছাড়া ৩ মার্চ চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে ভলিবল, নাসিরাবাদ সরকারি বালক স্কুল মাঠে হকি, সেন্টপ্লাসিডস স্কুল মাঠে বাস্কেটবল, ৪ মার্চ চট্টগ্রাম রাইফেল ক্লাবে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন এবং ৫ মার্চ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে জেলার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।চারদিনব্যাপী জেলা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে শেষ করতে গত রোববার প্রস্তুতি সভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সঞ্চালনে সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক শিক্ষকগণ এতে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে ব্রাইট ক্রিকেট একাডেমি জয়ী
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজে থাকবে শতভাগ দর্শক