জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেবে পটিয়া উপজেলার চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পটিয়া উপজেলার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশখালী উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ জেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস ফুটবলে ভারতের কাছেও হারল বাংলাদেশ