জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব গতকাল মঙ্গলবার সকালে সম্পন্ন হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনালে পটিয়া উপজেলার চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০ গোলে চন্দনাইশ দক্ষিন গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের পক্ষে আরিফা সুলতানা ২টি এবং পিংকি সরকার ১টি গোল করে। ২য় কোয়ার্টার ফাইনালে রাউজান উপজেলার পশ্চিম আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ গোলে ডবলমুরিং থানার আমবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করে পলি দে এবং রুহি মুৎসুদ্দী। ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ওবাইদুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে বন্দর থানার জোনাবআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রিতা পাল একমাত্র গোলটি করে। ৪র্থ কোয়ার্টার ফাইনালে ফটিকছড়ি উপজেলার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে মিরসরাই থানার মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের হৃদিকা দত্ত মনি একমাত্র গোলটি করে।

একই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনালে পটিয়া উপজেলার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৬৪ গোলে সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। এসময় পটিয়ার আকাশ বিশ্বাস এবং সন্দ্বীপের ইসমাইল হোসেন গোল করে। ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় রাউজান উপজেলার ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫০ গোলে পাহাড়তলী থানার হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাজ্জাদ হোসেন, আলী হোসেন,তাওসিফ উদ্দীন, মো. ফাহিম এবং ইব্রাহিম তালুকদার গোল করেন। ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ কোরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১ গোলে সাতকানিয়া উপজেলার বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নিয়াজ উদ্দীন নোহান ২টি এবং মো. আরফান উদ্দীন ১টি গোল করে। বিজিত দলের পক্ষে ১টি গোল করে আব্দুল্লাহ আল হাবীব।

৪র্থ কোয়ার্টার ফাইনালে বাঁশখালী উপজেলার জালিয়া ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪৩ গোলে ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। বাঁশখালীর পক্ষে সাজু ত্রিপুরা এবং ফটিকছড়ির পক্ষে জাবেদ হোসেন গোল করে। আজ ২০ সেপ্টেম্বর সকাল ১০টা এবং ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি অভিযুক্ত করেছে নাসিরকে
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশন-বন্দর ম্যাচ নিষ্প্রাণ ড্র