জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০২২২৩ অর্থ বছরে মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

তিনি বলেন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান রাখছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তাকর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোমেশনের আওতায় সিভাসুর পিআরটিসি ল্যাবরেটরি সেবা কার্যক্রম
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল