চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দুটি শূণ্য পদের বহু প্রত্যাশিত উপ নির্বাচন আজ। এ পদ দুটি হচ্ছে একটি সহ সভাপতি এবং একটি নির্বাহি সদস্য। ১৯৮ জন ভোটার আজকের উপ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই দুটি পদের মধ্যে সহ সভাপতি পদে লড়াইটা হচ্ছে সরাসরি দ্বিমুখি। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক এবং সাবেক সহ সভাপতি হাফিজুর রহমানের সাথে এই পদে সরাসরি লড়াই করছে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম। দুজনই চেষ্টা করে যাচ্ছেন ভোটারদের মন জয় করতে। দীর্ঘ সময় খেলোয়াড়ী জীবন শেষে জেলা ক্রীড়া সংস্থার নানা পদে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান দীর্ঘ সময়। গত নির্বাচনে তিনি আ.জ.ম. নাছির উদ্দিনের প্যানেলে সহ সভাপতি প্রার্থী ছিলেন। কিন্তু শেষ মুহুর্তে তিনি নাম প্রত্যাহার করে নেন। ফলে সে পদটি শূণ্য ছিল। পরবর্তীতে এই শূন্য পদে নির্বাচনের জন্য সোচ্ছার ছিলেন তিনি। তারই ফলশ্রুতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর সে নির্বাচনে অংশ নিয়ে তিনি আবার কমিটিতে ফিরতে চান। অপরদিকে শাহজাদা আলমও ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ। যদিও তিনি জেলা ক্রীড়া সংস্থায় একবার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত নির্বাচনে তিনি আ.জ.ম. নাছির উদ্দিনের প্যানেলে প্রত্যাশিত পদ না পাওয়ায় নির্বাচন করেননি। তবে এবারের উপ নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচন করছে তিনিও। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদি। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের জন্য নতুন কিছু করার প্রত্যয় দুজনেরই।
এদিকে নির্বাহি সদস্যের একটি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন। তাদের মধ্যে দুজন প্রথমবারের মত নির্বাচন করছেন। তারা হলেন জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলম এবং ক্যারম সম্পাদক এনামুল হক। অপরজন হলেন প্রবীন কুমার ঘোষ। তিনি গত নির্বাচনে আ.জ.ম. নাছির উদ্দিনের প্যানেলের বিপরীতে একাই নির্বাচন করেছিলেন। যদিও তিনি জিততে পারেনি তবে তার কারণে সেবার দুটি পদে নির্বাচন হয়েছিল। এবারের উপ নির্বাচনে তিনিও প্রার্থী। ভোটারদের সমর্থন আদায়ে তিন জনই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। দিদারুল আলম জানান দীর্ঘ দিন ধরে তিনি জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ব্যাডমিন্টন কমিটির দায়িত্ব পালন করে আসছেন। তার সময়ে চট্টগ্রামের ব্যাডমিন্টন এগিয়ে নিয়ে গেছেন অনেকদুর। একাধিক জাতীয় আসরেরও আয়োজন করেছেন তিনি। তাই ভোটাররা তার কাজের মূল্যায়ন করবে তেমনটাই প্রত্যাশা দিদারুল আলমের।
অপরদিকে এনামুল হক ফুটবলার থেকে সংগঠক হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থায় বড় কোন দায়িত্ব না পেলেও যে সময় যে দায়িত্ব পেয়েছেন সেটা সঠিক এবং নিরলসভাবে পালনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন।
দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত থাকায় কাউন্সিলররা তাকে নির্বাচিত করবে তেমনটা বিশ্বাস এনামুল হকের। অপর প্রার্থী প্রবীন কুমার ঘোষও এবারে জিততে চান। তবে সব প্রশ্নের জবাব মিলবে আজ বিকেল তিনটার পর। তবে আজকের এই উপ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের মধ্যে কিছুটা হলেও উৎসাহ বিরাজ করছে। কারন দীর্ঘদিন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নির্বাচন হয়না। ভোট দিতে পারছেননা সিজেকেএস কাউন্সলররা দীর্ঘ দিন ধরে। এবারে যেহেতু একটা সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগাতে প্রস্তুত ভোটাররাও। তারা বেছে নিতে চান নিজের পছন্দের ব্যক্তিটি।
যাকে দিয়ে জেলা ক্রীড়া সংস্থার উন্নতি হবে। অন্তত খেলাধুলার উন্নয়নে কিছুটা হলেও ভুমিকা রাখবে। অন্তত পুতুলের মত নাচবেনা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট কেন্দ্রেও আসার সময় ভোটারদের পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।
আর ভোট দিতে যাওয়ার সময় মোবাইল কিংবা কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস নেওয়া যাবেনা।