জেলা ক্রীড়া অফিসের পুরস্কার বিতরণী সম্পন্ন

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার, টেবিল টেনিস প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রভাষক এস এম গিয়াস উদ্দিন বাবর,প্রভাষক মো. ইমরান হাসান, প্রভাষক মো. ইয়াকুব। প্রভাষক মো. সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

উক্ত প্রশিক্ষণে ৪ টি স্কুলের ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় সাঁতারে ১২ জন ও টেবিল টেনিসে ৬ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারীদের কোপা আমেরিকায় সবার আগে সেমিতে ব্রাজিল
পরবর্তী নিবন্ধআবাহনীর বড় জয়