জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উন্মুক্ত বাছাই ৫ মে

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপুঞ্জি মোতাবেক চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক, বালিকা (অনূর্ধ্ব১৫) এ্যাথলেটিঙ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই লক্ষে আগ্রহী খেলোয়াড়দের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, পিএসসি/জেএসসির মূল প্রবেশপত্র ও ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ডসহ জন্ম নিবন্ধন, জে এস সি ও পি এস সি পাশের ছবি সম্বলিত রেজিঃ কার্ডের মুল কপি সঙ্গে আনতে হবে। অটো পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে ছবিসহ প্রত্যয়ন লাগবে। আগামী ৫ মে২০২৫ তারিখ সকাল ৯টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের মাঠে উপস্থিত হয়ে উন্মুক্ত বাছাইয়ে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। উল্লেখ্য ৫ মে ২০২৫ তারিখ খেলোয়াড়দের বয়স অবশ্যই (অনূর্ধ্ব১৪) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে খেলোয়াড়দের অনলাইন জন্মনিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে। ১০০ মিটার,২০০মিটার, ৪০০মিটার, ৪দ্ধ১০০ ও ৪দ্ধ৪০০ মিটার রিলে দৌড়,উচ্চ লাফ,দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ, ইভেন্ট সমূহ থেকে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে ৩০ (ত্রিশ) জন প্রতিভাবান খেলোয়াড় উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রশিক্ষণ বিষয়ে প্রয়োজনে সাবেক জাতীয় এ্যাথলেট সাংবাদিক এম. সরওয়ারুল আলম সোহেল, ০১৭৪১৬৫৩১০১ মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ আজ বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ক্রিকেট উৎসব