ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ২০২৪–২৫ অর্থ বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের উদ্যেগে অনুর্ধ্ব–১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিজেকেএস সুইমিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মোঃ শরীফ উদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সাঁতারু মাহাবুবুর রহমান সাগর, সাঁতার কোচ দীনুল ইসলাম ও মোহাম্মদ মহসিন, সিজেকেএস সহ প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচীতে নগরীর ৬ স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।