জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা অনূর্ধ্ব-১৭) চট্টগ্রাম জেলা ও নগর পর্যায়ের খেলা আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এ জেলার অধিভুক্ত ১৫টি উপজেলা এবং শহরের ৬টি থানাসহ ২১টি করে দল এতে নকআউট ভিত্তিতে খেলবে। উদ্বোধনী দিনে বালক বিভাগে সাতকানিয়া খেলবে চন্দনাইশ উপজেলার বিপক্ষে এবং বালিকা বিভাগে কোতোয়ালীর বিপক্ষে মাঠে নামবে ডবলমুরিং থানা। খেলা শুরু হবে বিকাল ৩টা ও বিকাল সাড়ে ৪টায়। তবে অংশগ্রহণকারী দলগুলোকে মাঠে রিপোর্ট করতে হবে খেলার ২ ঘন্টা পূর্বে। প্রত্যেক দলকে বয়স যাচাই-বাছাই কমিটির সামনে দাঁড়াতে হবে। যারা যোগ্যতা লাভ করবে, শুধুমাত্র তারাই খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসন মোহাম্মদ মমিনুর রহমান।
টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন ও সাফল্যের সাথে শেষ করার লক্ষ্যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির এক প্রস্তুতিমূলক সভা সোমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে’র সঞ্চালনায় সভায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক ওয়াহিদ দুলাল, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মো. শাহাজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, নাছির মিয়া, সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, রায়হান উদ্দিন জুয়েল, আলী হাসান রাজু, এনামুল হক, সিডিএফএ সদস্য আবু সরোয়ার চৌধুরী, ক্রীড়া শিক্ষক আবদুল মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।