জেলা-উপজেলার হাসপাতালগুলোতে আইসোলেশন বেড এবং উচ্চচাপ সম্পন্ন অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। করোনায় আক্রান্তদের চিকিৎসা এবং চলমান সংকটময় পরিস্থিতিতে ফোরামের এক জরুরি ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত দাবি জানান। সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, একরাম হোসেন, ডা. শেখ জাহিদ, এজিএম জাহাঙ্গীর আলম, কানিজ ফাতিমা লিমা, ইমতিয়াজ শাওন ও তসলিম খাঁ প্রমুখ।
ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে চলছে। অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে গুরুতরভাবে অসুস্থ অনেক রোগী হাসপাতাল ও ক্লিনিকে বেডের অভাবে ভর্তি হতে পারছেন না। তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












