চট্টগ্রামের বিভিন্ন জেলা–উপজেলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলা বিএনপি : রাউজান প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি। এই কর্মসূচি পালন করা হয় রাউজান গহিরা জামে মসজিদে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার। অন্যান্যদের মধ্যে ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম, রাউজান পৌরসভা বিএনপির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এস এম এমাদু উদ্দিন, কে এম সালাউদ্দিন, আওরঙ্গজেব সম্রাট, মহিউদ্দিন চৌধুরী, শাহজাহান শাহিল, জানে আলম জনি, নাঈম উদ্দিন মিনহাজ, সাফায়ত হোসেন রাকিব, সাজ্জাদ হোসেন জামাল, মোহাম্মদ কামাল উদ্দিন, আনিস উদ্দিন ইমন প্রমুখ নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা এবং সামপ্রতিক ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্দ্যেগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে।
শুক্রবার দুপুরে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া, আবুল কাশেম রাসেল, নজরুল ইসলাম, মীর হোসাইন, কুহেলী দেওয়ান, মাহাবুব আলম সবুজ, ওয়াহিদুর রহমান ওয়াসিম, জাহেদুল আলম জাহিদ, আব্দুল্লাহ আল নোমান সাগর, একরাম হোসেন রানা, রোকন চৌধুরী, আলমগীর মিয়া, মো: ফারুক প্রমুখ।
আনোয়ারা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার শোলকাটা চুরতবিবি জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসহ চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা এবং নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম. মনজুর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মোজাম্মেল হকের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বাযক কমিটির সদস্যদের মাঝে উপতি ছিলেন এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, আবুল কালাম আবু, শফিউল করিম চৌধুরী জকু, সাইফুল ইসলাম, মো. হাসান চৌধুরী, আবু নিপার, সলিমুল্লাহ খান, মাহফুজুর রহমান পারভেজ, নুরুল আবছার, জসীম উদ্দীন, মো. ইউনুচ, বদিউল আলম, মোঃ আলমগীর, মাসুদুল আলম, রফিকুল ইসলাম খোকা, আবদুল মাবুদ, জসীম উদ্দীন, নজরুল ইসলাম, আবু জাফর, মোঃ ফরিদ, আনিসুর রহমান, আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন, সদস্য সচিব আতিকুর রহমান প্রমুখ।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রোয়াজারহাট কেন্দ্রিয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মাহাবুব ছাফা। সদস্য সচিব মো. আবদুল সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আজম খাঁন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মতলব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, জেলা বিএনপি নেতা নবাব মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, মুজিবুল আলম, ওসমান গনী, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খোকন, আবদুল শুক্কুর, মো. আজগর, পৌর বিএনপির সদস্য হাবীবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর, সদস্য সচিব এস এম লোকমান, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী জসীম, সদস্য সচিব মো. মহসিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. কামাল হোসেন, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ রবিন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।
সীতাকুণ্ড যুবদল : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার যুবদলের যৌথ উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জম্মবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করে। গতকাল শুক্রবার বিকালে সীতাকুণ্ড বাইপাস মোড় থেকে সদরে এসে র্যালিটি শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুর করিম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন রাজু ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিনের যৌথ পরিচালনায় র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সহ–সভাপতি ইসমাঈল হোসেন, লোকমান হোসেন রকিব, মঞ্জুরুল ইসলাম মন্জু, অমলেন্দু কনক, রোকন উদ্দিন মেম্বার, সেলিম মাহমুদ, বাবুল শাস্ত্রী, মোহসীন আলী, আবু সালেক, আব্দুল মান্নান, সালাউদ্দিন সোহাগ, সোহেল আরমান, কাজী বদর উদ্দিন, সাইফুল ইসলাম, একরামুল হক, আলাউদ্দিন, কামরুল হাসান, তারেক, মাহমুদুল হাসান বাদল, ইকবাল বাহার, জামশেদ, বখতিয়ার উদ্দিন, ইসমাইল হোসেন, আব্দুল আলিম প্রমুখ।
পটিয়া উপজেলা বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উৎযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স হল রুমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কলিম উল্লাহ চৌধুরী, সহ সভাপতি আবু জাফর ফারুকী, নুরুল হক মেম্বার, হাজী দ্বিন মোহাম্মদ, শাহ আলম, আবুল কাসেম, মো. শওকত, এস এম সুমন, মো.শাহজাহান, গিয়াস উদ্দিন, নুরুল আলম মামুন, সেলিম মাষ্ঠার, মো. রফিক, মো. রুবেল প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী।
পটিয়ায় বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার বিএনপির সাবেক দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল অনুসারীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবাষিকী, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলা জামে মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মোজাম্মেল হক, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, আবদুল মোনাফ, জাহেদুল হক, জিল্লুর রহমান, ইসমাইল চৌধুরী, মুজিবুর রহমান, ইদ্রিস পানু, কাজী আবু তাহের, নাসির উদদীন, শফিউল আযম, ফজলুল কাদের, সাহাবুউদ্দীন খোকন, মনছপ আলী, মনছুর শরীপ, ফোরকান মাষ্টার আমিনুর রহমান, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, গাজী মোহাম্মদ মনির, সালাম ফারুকী, আবদুল হাকিম, বশিরুল আলম, আমিনুল হক, আবু বক্কর রায়হান, রিজুওনাল হক রিজু, আবুল হোসেন, হাসমত আলী, আবদুল বারেক, শাহনুর মিয়া, জমির উদ্দীন আজাদ, নাসির উদদীন, আবদুল মোমেন শিকদার, এনামুর রশীদ, বাকের, হায়দার, আবু শহীদ রমজান, মো: আনিস, আবদুর রহমান, সোলাইমান, সোহান, আমজাদ হোসেন তালুকদার, গাজী দিদার, আবছার, মোরশেদ, জমির উদদীন, সোহেল, আজম, বক্কর, এনাম, সাইফু, খোকন শাহ, শফিকুল ইসলাম লিটন, নাজিম, ইয়াছিন, কায়সার, রাসেল, মো: ফারুক, সেলিম উদদীন, মো: ফোরকান, সেলিম মেম্বার, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, মিজান খুরশেদ, শাকের, নাজমুল, নজরুল আজাদ, আনিস প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে উপজেলার গাছবাড়ীয়া কমিউনিটি সেন্টারের এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম। উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরশেদুল আলম চৌধুরীর সংঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখতার আহমদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক এড. আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক এড. অঞ্জন প্রসাদ, আবদুল মোমেন, চন্দনাইশ পৌরসভার বিএনপির আহবায়ক মাহাবুব রহমান চৌধুরী, সিঃ যুগ্ম আহবায়ক ওরশেদুল আলম মিন্টু, সদস্য সচিব সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী, সদস্য জয়নুল আবেদীন চৌধুরী, হাফেজ আবদুল হালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামাল উদ্দীন, আবুল কাশেম, সেলিম উদ্দীন, আবুল কালাম, মামুন, মাহাবু, নওশা মিয়া,যুবদল নেতা আবদুস ছবুর, মিজবাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মোঃ হাশেম, জাহেদ, মামুন, জিসান, হাসান, রায়হান, তৌহিদ প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানের আগে জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম উপজেলার বরকল থেকে একটি মোটসাইকেল ও গাড়ী বহর নিয়ে উপজেলার বিভিন্ন হাট–বাজারে পথসভা করেন এসময় তিনি সংখ্যালুগুদের কোন মন্দির,বাড়ীতে বা কোন স্থাপনায় কেউ হামলা করে তাহলে কঠোরহস্তে দমন করা হবে বলে জানান।