চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (সিডিবিএ) নির্বাচন আগামীকাল রোববার। দুই প্যানেলে মোট ৪৫ প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সিডিবিএ সূত্র জানায়, কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যসহ ২১ পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিডিবিএ নির্বাচন কমিশন জানায়, রোববার সকাল ৯টায় আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হবে এবং বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৭ হাজার ৮৫৫ জন সদস্যের মধ্যে ৫ হাজার ৬১৩ জন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন।