চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা ও ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। সময়ের প্রেক্ষাপটে খুনিরা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর : জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন, ৭১ টেলিভিশন চট্টগ্রাম এর ব্যুারো প্রধান মাঈনুদ্দিন দুলাল, জাতীয় শ্রমিক লীগ সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু। সাবের আহমদের সভাপতিত্বে ও সমীরুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জামাল উদ্দীন লিটন, আব্দুল মালেক, আব্দুল লতিফ, মো. ইব্রাহিম, মো. মফিজ মাঝি, সাইমুন হোসেন ভোর, রকিুবুল আলম সাজ্জী, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, মো. জসীম উদ্দীন, এমজি রহমান দিপু প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদ্যবিদায়ী চেয়ারম্যান এম এ সালাম। দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আবুল কাশেম চিশতি, দেবাশীষ পালিত, নজরল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ স ম ইয়াছিন মাহমুদ, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ ইদ্রিস, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, শামীমা হারুন লুবনা, মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এতে বক্তব্য দেন এম আর চৌধুরী, রফিক উদ্দিন, ছৈয়দ আলম, আবু মুছা, ওয়ালিদ মিল্টন, শহীদুল ইসলাম শহীদ, কাউছার উদ্দিন কছির।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ : জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম আদালত ভবনস্থ আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সমন্বয় পরিষদ চট্টগ্রামের আহবায়ক এড. আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব এড. এ এইচ এম জিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এড. রতন কুমার রায়, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. মনতোষ বড়ুয়া, এড. অশোক কুমার দাশ, এড. মো. আবদুর রশীদ, এড. আইয়ুব খান, এড. এম এ নাসের চৌধুরী।
আওয়ামী লীগ ও যুবলীগ : জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সরোয়ার জাহান, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম মুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, আবুল কালাম আবু, আবুল বশর, রিপন, মো. হেলাল, জুয়েল, হিরু, নাহিদ, এডভোকেট রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, জাহেদ, আজাদ হোসেন, লিপু, নেওয়াজ, শাওন, সুমন, আকাশ প্রমুখ।
যুব সংগঠক : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা নগরীর হযরত গরীব উল্লাহ শাহ্ মাজার প্রাঙ্গণে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন যুব সংগঠক এম আর আজিম। সভায় আরও বক্তব্য রাখেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আছিফুর রহমান মুন্না, আসহাব রসূল চৌধুরী জাহেদ, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, আ.স.ম মঈনুল ইসলাম মনি, কফিল উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম রানা, হাসানুজ্জামান টিপু, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, মো. সেলিম, আদনান মাহফুজ সজিব, মো. পারভেজ, গিয়াস উদ্দিন ছিদ্দিকী, সাজ্জাদ হোসেন, সাঈদ রহিম, সৈয়দ ওবাইদুল্লাহ রুমান, সোহেল ইমরান, আবুল মনসুর টিটু, সাব্বির সাকির, কামরুল হুদা পাভেল প্রমুখ।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চন্দনাইশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু। অতিথি ছিলেন চন্দনাইশ পৌর আওয়ামী লীগ আহবায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাকের হোসেন কমরু, সমীরন দাশ তপন, মোজাম্মেল হক। বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন, আবদুচ ছালাম ফরিদুল ইসলাম চৌধুরী, আবদুর রহিম, কাউন্সিলর লোকমান হাকিম, মোরশেদুল আলম চৌধুরী, সেলিম উদ্দিন, আবদুল গাফ্ফার সুমন, মাইনুদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমির হোসেন চৌধুরী, জি.এম করিম খান, ইলিয়াছ বাবর, মো. ফয়সাল, আবু সাদাত সাইম, মোহাম্মদ হোসেন প্রমুখ।