জেরুজালেমে সিনাগগে বন্দুক হামলায় নিহত ৭, গ্রেপ্তার ৪২

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পূর্ব জেরুজালেমে ইহুদীদের এক সিনাগগে বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জন গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ। শুক্রবারের ওই হামলায় সাতজন নিহত এবং আরো দশজন আহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৮টার দিকে এক বন্দুকধারী সিনাগগটিতে উপস্থিত হয়ে গুলিবর্ষণ শুরু করে, তার গুলিতে বহু সংখ্যক লোক হতাহত হওয়ার পর পুলিশ তাকে হত্যা করে। খবর বিডিনিউজের।

এদিকে, শনিবার ওল্ড সিটির উপকণ্ঠে সিলওয়ানে অন্য একটি সন্ত্রাসী হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি। শনিবারের ওই হামলায় জড়িত সন্দেহে ১৩ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে। পাঁচজন ইহুদি ধর্মানুরাগী প্রার্থনার জন্য সিনাগগ যাওয়ার পথে ওই কিশোর তাদের লক্ষ্য করে গুলি চালালে এক বাবা ও তার ছেলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, শুক্রবার সিনাগগে যিনি হামলা চালিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমে তার পরিচয় প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ছিল আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস। ইসরায়েলের পুলিশ এই হামলাকে সন্ত্রাসী ঘটনা বলে বর্ণনা করেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গুলিতে নিহত বেশ কয়েকজন সিনাগগটির সামনের রাস্তায় পড়ে আছেন আর জরুরি বিভাগের কর্মীরা তাদের ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টারের সহজ জয়
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাবেন ট্রাম্প!