জেরিয়াট্রিক কেয়ার গিভিং হোম নির্মাণের দায়িত্ব পেল সিপিডিএল

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সিপিডিএল লিমিটেডের সাথে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমের নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ৮ মে। জেরিয়াট্রিক কেয়ার গিভিং হোম নির্মাণ কাজের লক্ষ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. সর্দার এ নাঈম, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জোনায়েদ শফিক এবং সিপিডিএল লিমিটেডের পক্ষে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনের মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিপিডিএলের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তৈয়বুল আলম ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ডিইআরএইচের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের আর্কিটেকচারাল কনসালটেন্ট স্পেইসস্কেপ এবং স্ট্রাকচারাল ও প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট টিডিএমের প্রতিনিধিবৃন্দ। জেরিয়াট্রিক কেয়ার গিভিং হোম টি ১৭৭ কাঠা ভূমির উপর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম নামে-হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে ২০ মিনিটের দূরত্বে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী, পূর্বাচল নিউ টাউন এর নিকটবর্তী স্থানে নির্মিত হতে যাচ্ছে। ২০০ টিরও অধিক স্টুডিও এপার্টমেন্টের সাথে ফিটনেস সেন্টার, ইনডোর গেমস, লাইব্রেরি, সুইমিং পুল, প্রেয়ার রুম, মুভি থিয়েটার ইত্যাদি লাইফস্টাইল ফ্যাসিলিটিজ এর পাশাপাশি ৬৮ টি ডে কেয়ার সার্ভিস বেড, ৬০ টি কমন জেরিয়াট্রিক বেড, ২০ টি করে আইসিইউ ও এইচডিইউ বেডসহ নানাবিধ আয়োজন নিয়ে পরিকল্পিত হয়েছে প্রকল্পটি। এছাড়াও বয়স্কদের জন্য ডে কেয়ার এর ও সুবিধা থাকবে প্রকল্পটিতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব অব চিটাগাংয়ের খাবার ও মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল