জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন। গত ২৭ ফেব্রুয়ারি আন্দরকিল্লাস্থ রেডক্রিসেন্ট হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের নিকট মেশিন দুটি হস্তান্তর করেন ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা সম্পাদক আসলাম খান, মহানগর ইউনিট সম্পাদক আব্দুল জব্বার, চিফ মেডিকেল অফিসার, জেমিসন হাসপাতালের পরিচালকসহ চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।








