চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড রোগীদের সেবায় নিয়োজিত ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নকর্মীসহ মোট ৩০ জন অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা বাবদ নগদ ৯ লাখ টাকা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
গতকাল রোববার সাবেক সিটি মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির হাতে এ টাকা তুলে দেয়া হয়। পরে উপমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে ভর্তি থাকা কোভিড রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, জেনারেল হাসপাতালের কোভিড ফোকাল পারসন ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুর রব, আইসিইউ ওয়ার্ডের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম প্রমুখ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, ইউনাইটেড নেশন ফান্ড প্রোগ্রাম এজেন্সির (ইউএনএফপিএ) নিয়োগপ্রাপ্ত কর্মচারী ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নকর্মীসহ মোট ৩০ জন। এ সংস্থা তাদের বেতন-ভাতাদি পরিশোধ করতো। গত মার্চ মাসে ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে কর্মচারীদের নিয়োগ বাতিল করা হয়। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিকে জানিয়ে কোভিড রোগীদের সেবায় ইউএনএফপিএ’র নিয়োগপ্রাপ্ত ৩০জন কর্মচারীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ টাকা দিয়ে ৩০ জন কর্মচারীকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বেতন পরিশোধ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।