চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. মিনহাজুল হক, জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরাবৃন্দ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধন হওয়ায় এ হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও একধাপ এগিয়ে গেল। এখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আউট ডোর, ইনডোর ও বেডে ভর্তি থাকা রোগীরা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি খুব কম খরচে আল্ট্রাসনোগ্রাম করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।