জেএমসেন হলে হামলা চেষ্টা মামলায় আরো ৭ জন রিমান্ডে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

নগরীর জেএমসেন হলে হামলা চেষ্টা মামলায় গ্রেপ্তার আরও ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, ইমরান মাজেদ রাহুল (২৮), মো. হানিফ (৪৮), আব্দুর রহিম (২৬), আমিরুল ইসলাম (৩৩), আতিকুল ইসলাম (২২), মো. শাহাজাহান (৩৫) ও আব্দুল মালেক প্রকাশ মানিক (৩০)। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে উক্ত আদেশ দেন। এর আগে মামলার এক থেকে ১০ নম্বর পর্যন্ত আসামিদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত তিনজনের রিমান্ড আবেদন নাকচ করে দেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল সুদান
পরবর্তী নিবন্ধউদালিয়াকে ইউনিয়ন করার দাবিতে সমাবেশ