জেএমসেন হল পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের গত ২১ অক্টোবর মহাসপ্তমীতে নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, ইসকন পুন্ডরিক ধামের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী, র‌্যাব৭ এর ল্যাফটেনেন্ট কমান্ডার রুহফি তাহমিন তোকির, চট্টগ্রাম আনসার উপমহাপরিচালক, উপপুলিশ কমিশনার এম মাসুদ, ..ম মাহতাব উদ্দীন, প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এডিসি নোবেল চাকমা, কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক অর্পন কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সুজিত দাশ, শ্রীপ্রকাশ দাশ অসিত, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, এড. নিখিল নাথ, সজল দত্ত, এড. নটু চৌধুরী, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, দীপংকর দেবনাথ, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, অমিত ঘোষ, সবুজ দাশ। বিকালে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তিনটি টিম মহানগরের আওতাধীন ৬টি থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। ১ম টিমে পরিষদের যুগ্মসম্পাদক মিথুন মল্লিকের নেতৃত্বে কোতোয়ালি থানার পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিষদের অসীম কুমার দে, অনিন্দ্য দেব, কুশন সেন, বাপ্পী দে প্রমুখ। ২য় টিমে যুগ্ম সম্পাদক সজল দত্তের নেতৃত্বে পাচলাইশ, চকবাজার, চান্দগাও থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এডভোকেট মান্না দে, উপপরিষদের সদস্যবৃন্দ ও থানা পূজা কমিটির নেতৃবৃন্দ। ৩য় টিমে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নটু চৌধুরীর নেতৃত্বে আকবরশাহ ও হালিশহর থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজন দাশ, মৌসুমী চৌধুরী, দোলন কান্তি দাশ, সীমা দাশ, বৃষ্টি বৈদ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই নগর গড়তে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে আলোচনা সভা