জেএমবি সদস্য গালিবের ১০ বছর সশ্রম কারাদণ্ড

রাঙামাটিতে বোমা বিস্ফোরণ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

২০০১ সালে রাঙামাটিতে বোমা বিস্ফোরনের মামলায় জেএমবি সদস্য মো. শামীম হোসেন গালিবকে ১০বছরের সাজা প্রদান করেছেন রাঙামাটি আদালত। গতকাল যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহেদ সাইফুল এলাহির আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত এই জঙ্গি ইতিমধ্যেই গত ১৫ বছর ধরে জেল হাজতে রয়েছেন। গতকাল সোমবার দুপুরে রায় ঘোষণার সময় গালিব আদালতে উপস্থিত ছিলেন।
২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রিমল্যান্ডে বোমা বিস্ফোরনের ঘটনায় জেএমবি সদস্য গালিবকে প্রধান আসামি করে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিলো। পিপি এ্যাড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে।
এর আগে নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসামি গালিবকে বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত থেকে কড়া পুলিশ প্রহরায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা ও ডা. মাহফুজুর রহমানের গবেষণা
পরবর্তী নিবন্ধপিকআপের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু