চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ বাংলাদেশের প্রথম পূজা সংগঠন। যার অনুপ্রেরণায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ অন্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গতকাল বুধবার জে এম সেন হলে বাসন্তী পূজায় মহাঅষ্টমীর আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে আালোচনা সভায় আরো বক্তব্য দেন, পূজা পরিষদের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার, সহ–সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ–সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন– সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল। এর আগে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন, আদিবাসী সংগঠন ও সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।