জুয়েলারি দোকানে ঢুকে পড়ল কোরবানির গরু

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম বাকলিয়ায় একটি কোরবানির গরু জুয়েলারির দোকানে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দোকানে থাকা কর্মচারীরা। গত বুধবার সন্ধ্যায় চকবাজার ডিসি রোডের তাহের কলোনির সামনে শোভা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
স্থানীয় দোকানদাররা গতকাল বৃহস্পতিবার দৈনিক আজাদীকে জানান, গরুর কারণে তছনছ হওয়া ওই দোকানের নাম শোভা জুয়েলার্স। সন্ধ্যার ৭টার দিকে গরুটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ দোকানে প্রবেশ করে। এ সময় গরুটি দোকানের ভেতরে থাকা জুয়েলারির আয়নার বাঙ সিং দিয়ে ভেঙে তছনছ করে। তবে এ ঘটনার কেউ হতাহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা ঘাটে নৌ পুলিশের বিশেষ সেবা কেন্দ্র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ক্যান্সার রোগী বাড়ার হার বেশি