হাটহাজারীতে জুয়ার টাকা যোগাড় করতে দেড় মাস বয়সী ছেলে সন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শিশুটি উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। গত বুধবার হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর গ্রামে মদিনা আবাসিকের সামনে বাবা মো. হুমায়ুন তার দেড় মাস বয়সী মাসুম নামের ছেলেকে বিক্রি করার ঘটনাটি ঘটে। সে একজন ভাঙারি ব্যবসায়ী ও পেশাদার জুয়ারি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
সন্তানের মা মর্জিনা বেগম (৩২) বলেন, আমার দেড় মাস বয়সী ছেলেকে স্বামী জুয়ার টাকার জন্য ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এর আগেও সে তার আরেক বউয়ের শিশু সন্তানকে ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। ছেলেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী এগার মাইল এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করেছে বলে খবর পাই। গতকাল সকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওই ব্যক্তির টাকা ফেরত দিয়ে আমার কলিজার ধনকে ফিরে পেয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়ার টাকা যোগাড় করতে যে বাবা তার সন্তানকে বিক্রি করতে পারে, সে অন্যের বাচ্চাকেও বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। এ নিয়ে এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজাদীকে বলেন, বিষয়টি আমিও শুনেছি। কিন্তু কোন অভিযোগ পাইনি। যতটুকু জেনেছি, হুমায়ূন ভাঙারির দোকান করে। রাতে জুয়া খেলে। তার দুই বিয়ে। প্রথম স্ত্রীর সন্তানও সে বিক্রি করে দিয়েছিল। ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেছে। পরের ঘরের সন্তানও সে বিক্রি করে দেয়। এখন এটা নেশার টাকা বা জুয়া খেলার জন্য নাকি অভাবে স্বভাব নষ্ট কীভাবে বলি?
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের বাবা তার ছেলেকে টাকা জন্য বিক্রি করা এটা আসলে খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা অনেক কাজ করেছি। বাচ্চাটি তার মায়ের কোল ফিরে পাওয়ায় আমরা সকলেই আনন্দিত।