জুয়ার টাকা যোগাতে ছিনতাই করত ওরা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাউজানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই কলেজ ছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় তাদের। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকার দীঘির পাড়া এলাকার মো. ইসহাকের ছেলে ওসমান হারুনী আরমান (২১), একই এলাকার কালু মিয়ার ছেলে মো. শাকিল (২৩) ও পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২০)। এদের মধ্যে মো. শাকিল সিএনজি চালক।
ছিনতাইয়ের শিকার আশীষ দাশ জানান, গত ১৩ মার্চ রাত দেড়টায় আত্মীয়ের বাড়িতে যেতে হচ্ছিল তাকে। এজন্য নোয়াপাড়া লোকনাথ মন্দিরের সামনে থেকে সিএনজিতে উঠেন তিনি। কিন্তু গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে যাত্রীবেশে থাকা দুইজনসহ তিনজন তাকে মারধর করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে আশীষের কাছ থেকে একটি স্মার্টফোন, আট আনা ওজনের স্বর্ণের চেইন, চার আনা ওজনের স্বর্ণের আংটি ও নগদ সাড়ে ১০ হাজার টাকা লুট করে নেয়া হয়। পরে জড়িতদের পরিচয় নিশ্চিত হয়ে রাউজান থানায় এজাহার দায়ের করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির বলেন, গত সোমবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জুয়ার টাকা যোগাতে সিএনজি অটোরিকশা নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ছিনতাইয়ের কথা জানায়। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেপ্তার দুই কলেজছাত্র ও সিনএনজি অটোরিকশা চালক তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।

পূর্ববর্তী নিবন্ধএবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এক বছর আজ