জুলুম থেকে রেহাই পেতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : মীর নাছির

| মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের কমিটি হস্তান্তরের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, ওলামাদলের সমন্বয়ক মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, সবসময় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষে আমি কাজ করে আসছি। কারণ, ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ঐক্যবদ্ধ মজবুত অবস্থান ছাড়া বর্তমানের বহুমুখী ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা অনেক কঠিন। এই সরকারের জুলুম নির্যাতন হতে কেউ রেহাই পাচ্ছে না। সেখানে আলেম ওলামারা আরো বেশী নির্যাতনের শিকার হচ্ছে। আলেম ওলামারা হচ্ছেন নবী রাসূলের উত্তরসূরী। তারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শনে ভূমিকা রেখেই চলছে। জুলুম নির্যাতন হতে রেহাই পেতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গতকাল সোমবার সন্ধ্যায় মীর মোহাম্মদ নাছির উদ্দিন নগরীর চট্টেশ্বরী রোডস্থ ডালিয়া কুঞ্জের নিজ বাসভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক কমিটি হস্তান্তর করার সময় উপরোক্ত বক্তব্য রাখেন। জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা হাফেজ মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সদস্য সচিব মাওলানা হাফেজ জাবের হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি জামাল হোসেন, জেলা ওলামাদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাওলানা নোমান ফারুকী, মাওলানা ইসমাইল আশরাফী, হাফেজ সেলিম, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা করিম, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন পুকুরী, বাঁশখালী পৌরসভা ওলামাদলের আহ্বায়ক মৌলভী হোসাইন, মাওলানা মোজামেল, মাওলানা ফোরকান প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করুন
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে