ইউটিউব চ্যানেলে কণ্ঠশিল্পী জুলির ‘তুই আমার জীবন’ গানের মিউজিক ভিডিওর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টায় নগরীর একটি রেস্টুরেন্টে গানটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের। এ সময় তিনি রাঙামাটির মনোরম লোকেশনে চিত্রায়িত জুলির এই মৌলিক এলবাম বিশ্বের বাংলা ভাষা-ভাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা এম এ রহিম, সভাপতি এস এম ফরিদুল হক, সাধারণ সম্পাদক শহীদ ফারুকী, চট্টগ্রাম মঞ্চ সংগীত ও শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল আজম চৌধুরী টিপু, পরিষদের যুগ্ম সম্পাদক সরোজ আহমেদ, প্রচার সম্পাদক বিশ্বজিৎ পাল, কণ্ঠশিল্পী মুন্নী আক্তার মারিয়া প্রমুখ। শিল্পী জুলি জানান, গীতিকার দেলোয়ার আরজুদা শরফের লিখা এবং অভি আকাশের সুরে ‘তুই আমার জীবন’ গানটির মিউজিক করেছেন আলাউদ্দিন আলো। ভিডিও পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ। আজ থেকে এই মৌলিক গানটি পাওয়া যাবে আজাদ মিউজিক স্টেশনে।