জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতি ৬৫৩ কোটি টাকা ঝরেছে ৮৭১ প্রাণ

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ৩ হাজার ৮০৪টি সড়কপথ দুর্ঘটনায় অর্থনৈতিক ক্ষতির সীমা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সদ্য সমাপ্ত মাসে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৬৫৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৫০ টাকায় দাঁড়িয়েছে।

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৪৭২ জন এবং নিহত হয়েছেন ৮৭১ জন। গতকাল সোমবার সেভ দ্য রোড’র মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

বাংলাদেশের ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত এবং প্রচারিত তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবীদের তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠান সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা।এতে বলা হয়, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী ২৩১ জন, শিক্ষার্থী ১৯০ জন, নারী ২৫৫ জন, শিশু ৪৫ জন ও পঞ্চাশোর্ধ ১৫০ জন।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪ দিন পর কৃষক উদ্ধার
পরবর্তী নিবন্ধনাফ নদীর তীর ধরে সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ছে ১৬১%