জুলাই স্মৃতি নিয়ে শিল্পকলায় পোস্টার প্রদর্শনী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জুলাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে জুলাই স্মৃতি নিয়ে পোস্টার এক্সিবিশন ও প্রদর্শনী করেছে বাংলা পালস নামে একটি প্ল্যাটফর্ম। গত সোমবার ও গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন দুইদিন হওয়ার কথা থাকলেও একদিন বৃদ্ধি করে আজ বুধবারও প্রদর্শনী করা হবে বলে আয়োজকরা জানিয়েছে। আজ বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রদশনী। এ অনুষ্ঠানের প্রতিপাদ্য দেওয়া হয়েছে ওহশ ড়ভ চবড়ঢ়ষব, ঋরৎব ড়ভ ঔঁষু, জবাড়ষঁঃরড়হ অৎঃ ্‌ চড়ংঃবৎ ঊীযরনরঃরড়হ.

আয়োজকরা জানান, জুলাই আমাদের শক্তি। জুলাই আমাদের বাংলাদেশের চেতনা ও জেগে ওঠার প্রেরণা। নিরস্ত্র জাতির সম্মিলিত কন্ঠে ও দুই বাহু প্রসারিত করে যে জাতি অসীম সাহসিকতায় অন্ধকার ভেদ করে আলো এনেছে তার গল্প জুলাই। চট্টগ্রামসহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে গণজোয়ার তৈরি করেছে জুলাইয়ে যে আত্মত্যাগ দিয়েছে অধিকার প্রতিষ্ঠার জন্য। যাদের আত্মত্যাগের উপর ভর করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার সন্তানদের বাঁচানোর জন্য রাজপথে খালি হাতে যে অভ্যুত্থান সংঘটিত করে ফেলেছে তার নাম জুলাই। বাংলা পালস সে জুলাইয়ের গল্প বলতেই এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনার ট্যালেন্ট হান্ট
পরবর্তী নিবন্ধজুলাই-আগস্ট স্মরণে কোতোয়ালী থানা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি