জুলাই সনদে বিএনপি যেকোনো মুহূর্তে সই করতে রাজি : সালাহউদ্দিন

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

বিভিন্ন খাতের সংস্কার নিয়ে ঐক্য আর অনৈক্যের মধ্যেই, যে কোনো সময়ে জুলাই সনদে সই করতে বিএনপি ‘প্রস্তুত’ বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের আগের দিন গতকাল সোমবার সালাহউদ্দিন বলেছেন, রাষ্ট্র সংস্কারে জতীয় ঐকমত্য কমিশনের ‘জুলাই জাতীয় সনদের’ যে খসড়া তাদের হাতে এসেছে, সেটা নিয়ে তারা যে অঙ্গীকারনামা দিয়েছে, সেখানে বিভ্রান্তির ‘সুযোগ নেই।” খবর বিডিনিউজের।

সালাহউদ্দিন বলেন, ‘কালকেই সই করব, যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, আমরা সই করব।’ সালাহউদ্দিন বলেন, ‘আর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যদি উনারা আলাপআলোচনা করতে চান কারো কারো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। তবে সেটা কোনো বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান সংশোধনের যদি কোনো উপায় থাকে সেটা তারা বলুক।’ দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন প্রশ্ন আসে যে, জুলাই সনদে অঙ্গীকার কি সনদে স্বাক্ষরের মধ্য সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য অন্য ধাপে আলোচনা হবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে সংশয় প্রকাশ করেছে।

এক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে, বিএনপি সহযোগিতা করছে না। আমরা যা যা সহযোগিতা করেছি সেটা ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান। আমরা প্রত্যেকটি প্রেস ব্রিফিঙের মাধ্যমে আমাদের বক্তব্য, ঐকমত্য কমিশনের সাথে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, নারীর পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধকথামালার রাজনীতি মানুষ আর চায় না : তারেক