জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জনদাবি

সাতকানিয়ায় গোলটেবিল বৈঠকে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জন দাবি। এ দাবিসহ জামায়াতে ইসলামী উত্থাপিত প্রস্তাবসমূহ বাস্তবায়িত হলে মানুষের ভোটাধিকার নিরাপদ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তিনি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এবং সঞ্চালনা করেন সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন আবুল ফয়েজ, ডা. আব্দুল জলিল, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, আব্দুল মালেক, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক এবং স্কুলের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে পি.আর পদ্ধতি চালু, অবাধসুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গুমখুন ও দুর্নীতির বিচার এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিরনিদ্রায় শায়িত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কোস্ট গার্ডের তারুণ্যের উৎসব