জুলাই সনদ দিয়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের শুরু : ফখরুল

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু হলো বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। আমি সেজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনুস, সমস্ত রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন, যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজগুলো করে এটা করেছেন এবং আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খবর বিডিনিউজের।

পরে বিএনপি মহাসচিব দলের জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় দলের নেতৃত্ব দেওয়া স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনকে কথা বলতে বলেন। জুলাই সনদ সইকে বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় ঘটনা হিসেবে তুলে ধরে সালাহউদ্দিন বলেন, এই যাত্রার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। রাষ্ট্রের সকল অঙ্গ, কোনো অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ৮০ রাউন্ড গুলি, স্টান গানসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসহ-ক্রীড়া সম্পাদক পদে জয়ী তামান্নার অনুপ্রেরণার গল্প