জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে হবে

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের সভায় ড. ওবায়দুল করিম

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)তে গতকাল শুক্রবার জুলাই স্মরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর ড. মো. ওবায়দুল করিম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। তিনি জুলাই এর সকল শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন, জুলাই শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি জুলাইয়ের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যারা এখনও আহত অবস্থায় আছেন তাদের জন্য সহানুভূতি প্রকাশ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষককর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দলকে পিটিয়ে বিদায় করবে জনগণ
পরবর্তী নিবন্ধহুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ