জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা সভা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

জুলাই আগস্ট বিপ্লবের ২০২৪এর শহীদদের স্মরণে গতকাল শুক্রবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে আমরা সংবিধান ও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। যার ফলে দেশের আপামর ছাত্রজনতা ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ফুঁসে উঠে দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলায় ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। এটি জাতির জন্য যেমন কলঙ্কের তেমনিভাবে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসেও একটি কলঙ্কজনক অধ্যায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মা. খুরশিদ আলম, মিজানুর রহমান, নুরুল আলম, আশীষ সেন, কামিনী রক্ষিত, মোহাম্মদ শাহজাহান, মোঃ ইউসুফ, রোজিনা আক্তার, শাহনাজ বেগম, পান্না বেগম, প্রণতি ভট্টাচার্য, সাবিত্রী দাশ, উজ্জ্বল শীল প্রমুখ। সভাশেষে মাওলানা আবুল হাশেমের পরিচালনায় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর মইজ্জ্যারটেক সড়ক ঘেঁষে ময়লার স্তূপ দুর্গন্ধে চলা দায় মো. মহিউদ্দিন, কর্ণফুলী
পরবর্তী নিবন্ধসাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল