জুলধায় সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরে অসহায় গরিব এলাকাবাসীর মাঝে মাহে রমজান উপলক্ষে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য কর্ণফুলী উপজেলা পরিষদকেও ত্রাণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ ফারুক আজম ও জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু চট্টগ্রাম নয় করোনা মহামারীর শুরু থেকে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সামছুদ্দোহা, মোহাম্মদ আহমদ নবী, স্থানীয় মেম্বারবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভা কর নির্ধারণ ও আদায় শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি