জুরাছড়ির লুম্বিনীবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি লুম্বিনীবন বৌদ্ধ বিহারে ১৭তম কঠিন চীবর দান উৎসব শেষ হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করেন। পরে সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় চীবর উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে চীবর দানের পাশাপাশি ধর্মীয় রীতিতে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা রকম দানের কাজ সম্পন্ন করা হয়। এ ছাড়া বিহার প্রাঙ্গণে সারি সারি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, সাংবাদিক অনুপম শীল, স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বিহারের পরিচালনা কমিটির সভাপতি প্রণয়ন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক প্রকাশ দাশগুপ্ত বলেন, বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করলে সমাজে শান্তি ও সুখ আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন চৌধুরী
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাবের মানববন্ধন