লোহাগাড়ায় অনলাইনে জুয়ার টাকা লেনদেনের জেরে মো. জাহেদ (২০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকার এক মন্দিরের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার রাতের কোনো এক সময় বন্ধুদের হাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। নিহত নির্মাণ শ্রমিক জাহেদ একই ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার কোরবান আলীর পুত্র। এই ঘটনায় তার ২ বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, একই এলাকার মো. ইউনুসের পুত্র মো. ইমন ও নুরুল আমিনের পুত্র আনিসুর রহমান আসিফ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তারা জাহেদকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।
স্থানীয়রা জানান, জাহেদ ও তার বন্ধুরা অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে জাহেদকে তার কয়েকজন বন্ধু জুয়া খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরে নাই। সকালে স্থানীয় এক রিকশাচালক মরদেহ দেখতে পেয়ে জাহেদের পরিবারকে খবর দেন। এছাড়া মরদেহ পাওয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। সকাল ৯টার দিকে পুলিশ জাহেদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মা রিজিয়া বেগম জানান, তার ছেলের সাথে কারো শত্রুতা ছিল না। অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেন ও মোবাইলের জন্য বন্ধুরা তার ছেলেকে হত্যা করেছে। তার ছেলে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইনে জুয়ার টাকা লেনদেনকে কেন্দ্র করে বন্ধুরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।