জুম্ম জাতির সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে

রাঙামাটিতে পাহাড়ি উৎসব উদ্বোধনকালে সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, জুম্ম জাতির সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে। জুম্ম জাতির সংস্কৃতি সংরক্ষণ ও জীবনধারা নিরাপত্তার জন্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। সেই চুক্তি এখনো বাস্তবায়ন হতে পারেনি। পার্বত্য অঞ্চলের মানুষ প্রতিটি মুহূর্ত, প্রতিটি রাত-দিন সেই আশায় জীবন অতিবাহিত করছে, কবে তাদের জীবনের নতুন করে মুখে হাসি ফুটবে, কবে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং পার্বত্য অঞ্চলের বুকে নতুন সূর্য উঠবে। গতকাল রোববার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবছরের মত এবারো নানান উৎসব উদযাপন কমিটি ‘জুম্ম সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং অধিকার নিশ্চিত করণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন’ এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এ সময় বিভিন্নজন বক্তব্য রাখেন। অধিকাংশ বক্তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান। র‌্যালীতে বিভিন্ন বয়সী নারী পুরুষ বর্ণিল সাজে নিজস্ব পোশাক পড়ে অংশগ্রহণ করেন। র‌্যালীটি পৌরসভা থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়া সমিতি চট্টগ্রামের অফিস উদ্বোধন
পরবর্তী নিবন্ধজঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী ভূমিকায় ছিলেন ড. মাহমুদ হাসান