জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তারা হলেন, গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। ভারতীয় গণমাধ্যমের খবর, গত ১৯ সেপ্টেম্বর নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালে জুবিন গার্গ একটি পার্টিতে অংশ নেন। সেখানেই স্কুডাইভিংয়ের পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা। খবর বাংলানিউজের। ভিডিও ফুটেজে দেখা যায়, গার্গের খুব কাছে সাঁতার কাটছিলেন গোস্বামী, আর সেই দৃশ্য ভিডিও করছিলেন অমৃতপ্রভা। ছয় দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ম্যানেজার শ্যামকানুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি: তমা মির্জা
পরবর্তী নিবন্ধভিন্ন স্বাদের দুই সিনেমা প্রেক্ষাগৃহে