জুনের ৮ গুণ বেশি আক্রান্ত জুলাইয়ে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৯

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ১৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৬ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩০৪ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেই ভর্তি ১০৬ জন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

জুনের ৮ গুণ বেশি আক্রান্ত জুলাইয়ে : সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ীচলতি মৌসুমে এ পর্যন্ত ২ হাজার ৬৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মাঝে কেবল জুলাইয়ের ৩০ দিনেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ২১১ জন। যা মোট আক্রান্তের প্রায় ৮৩ ভাগ। অর্থাৎ আক্রান্তের ৮৩ ভাগই আক্রান্ত হয়েছে জুলাই মাসে। আর জুলাইয়ে আক্রান্তের এ সংখ্যা আগের মাসের (জুনের) তুলনায় প্রায় ৮ গুণ বেশি। জুনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮৩ জন। এর আগের ৫ মাসে (জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন।

এদিকে, ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে কেবল জুলাই মাসেই মৃত্যু হয়েছে ১৬ জনের। মোট মৃত্যুর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৪ জন শিশু। ৬ জন পুরুষ এবং ৫ জন নারী।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধডেঙ্গুর টিকা দেয়ার সিদ্ধান্ত কখন